জাতীয়বাংলাদেশলিড নিউজ

দারিদ্র্য মুক্ত দেশ গড়তে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ

এবিএনএ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈষম্য, ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়তে সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সোমবার রাজধানীর ইন্টার কন্টিনেন্টালে জাতীয় সংসদ সচিবালয় ও জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ‘এনগেজিং উইথ বাংলাদেশ পার্লামেন্ট অন এগ্রিকালচার, ফুড অ্যান্ড নিউট্রেশন সিকিউরিটি টু অ্যাচিভ এসডিজি আন্ডার দ্য চ্যালেঞ্জ অব ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পিছিয়ে পড়া, বঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সরকার। কৃষি প্রধান বাংলাদেশের অর্থনৈতিকে সমৃদ্ধ করতে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবকে যথাযথভাবে মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে সংসদ সদস্যগণ তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হয়ে অবদান রাখলে টেকসই উন্নয়ন লক্ষ্য ২০৩০ অর্জন সহজ হবে।’ স্পিকার বলেন, ‘উৎপাদন ও ভোগ পরস্পর যুক্ত। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। ভূমি ও পানির সর্বোচ্চ ব্যবস্থাপনা জলবায়ুর পরিবর্তনের কারণে বাঁধাগ্রস্ত হয়। ফলশ্রুতিতে খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।’ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) রিপ্রেজেন্টিভ অব বাংলাদেশ মি. রবার্ট ডি সিম্পসন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফএও’এর পার্টনারশিপ এক্সপার্ট জিন লিওনার্ড তোয়াদি।

স্পিকার বলেন, ‘ক্ষুধা ও অপুষ্টি মুক্ত বিশ্ব গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। ২০৩০ সালের মধ্যে ‘কেউ পিছিয়ে থাকবে না’ এবং ক্ষুধা মুক্ত বিশ্ব প্রতিষ্ঠিত হবে-এসব লক্ষ্য নির্ধারণ হয়েছিল ২০১৫ সালে। সুতরাং এখনই সময় এসডিজি লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে এবং বাকিটা কীভাবে পূরণ করতে হবে সে সকল বিষয়ে সজাগ দৃষ্টি দেওয়া।’ তিনি বলেন, ‘এ ধরনের ওয়ার্কশপ আয়োজন জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সংসদ সদস্যগণকে সম্পৃক্তকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সহজতর করবে।’ দিনব্যাপী ওয়ার্কশপে ২টি সেশনে ৯০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি।

Share this content:

Back to top button