দাম বাড়তে-কমতে পারে যেসবের

এবিএনএ: নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের ওপর থেকে শুল্ক ও করভার কমানোর প্রস্তাব করা হয়েছে, তেমনি বেশকিছু পণ্যে নতুন শুল্ক ও করভার আরোপ বা বাড়ানো হয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত নতুন ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে এসব প্রস্তাব পাস হলে কিছু পণ্যের দাম কমবে এবং বাড়বে।
দাম বাড়তে পারে
>> বিড়ি সিগারেট, তামাকজাত পণ্য, প্রথম শ্রেণির রেলসেবা, দই, পনির ও আমদানি করা মোবাইল ফোন, এসি, পেপার কাপলেট, জিআই ফিটিং, অ্যালুমিনিয়াম ফয়েল, গাড়ির সিলিন্ডার, লাইটার, কম্পিউটার প্রিন্টারের টোনার, মেডিটেশন সেবার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, আমদানিকৃত ইলেকট্রনিক ক্যাবল।
>>সব ধরনের পাইপ, আমদানিকৃত মোটরসাইকেল, সব ধরনের রাবার জাতীয় পণ্য, আমদানিকৃত সোলার প্যানেল, অপটিক্যাল ফাইবার ক্যাবল, আমদানিকৃত চেয়ার, প্রিন্টিং কালি, আমদানিকৃত বিলাসবহুল পাখি, কিট-মাস্কসহ সব ধরনের কোভিড-১৯ সরঞ্জাম ইত্যাদি।
দাম কমতে পারে
>> মুড়ি, চিনি, পশু খাদ্য, পাওয়ার টিলার, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, কৃষি যন্ত্রপাতি, স্থানীয়ভাবে উৎপাদিত এসি, রেফ্রিজারেটর, মুঠোফোন, শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার, পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, কাজু-বাদাম ও পেস্তা বাদাম।
এর আগে দুপুরে সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মন্ত্রিসভার সদস্যরা।
গত ৫ জুন বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ৪ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।
Share this content: