জাতীয়বাংলাদেশলিড নিউজ

দাদীর মিলাদে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবিএনএ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদী সায়েরা খাতুনের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ আছর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহফিলে যোগ দেন।
বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও মিলাদে অংশ নেন। মাহফিলে মরহুমা সায়েরা খাতুনের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া মাহফিলে ১৫ আগস্টে নৃশংস হত্যাকাণ্ডে নিহত বঙ্গবন্ধু ও অন্যদের আত্মার শান্তি, শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Share this content:

Related Articles

Back to top button