বাংলাদেশরাজনীতিলিড নিউজ

দলের আবর্জনা পরিষ্কার করব: কাদের

এবিএনএ : দীর্ঘদিনের ক্ষমতাকালে দলে অনেক আবর্জনা জমে গেছে জানিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এগুলো এখন পরিষ্কার করা হবে।

রবিবার সচিবালয় রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে অংশ নিয়ে সাাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ক্ষমতায় আছি। আর ক্ষমতার সঙ্গে দলে কিছু আবর্জনা ঢুকে গেছে। এগুলো আমরা পরিষ্কার করব।’

আওয়ামী লীগের দুর্বলতা কোথায়, দলে কোনো শুদ্ধি অভিযান চালাবেন কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এত বড় দল, এত বড় পরিবার, কিছু সমস্যা তো আছে। ছোটখাটো সমস্যা, মনোমালিন্য তো থাকবেই। এটা স্বীকার করতে হবে। বাস্তবতা অস্বীকার করে তো লাভ নেই। ক্ষমতার সঙ্গে কিছু আবর্জনা ঢুকে গেছে।  কিছু ট্রাসেস, প্যারাসাইজ আছে। এগুলো মাঝেমধ্যে বিরক্ত করে, অপকর্ম করে। এখানে-ওখানে নানা সমস্যা তৈরি করে। এগুলো ঠিক করব। ঘর ঠিক না হলে তো হবে না।’

নতুন সাধারণ সম্পাদক বলেন, ‘আগেই বলে দেওয়া হয়েছে, অপকর্ম যারা করছে, যারা পার্টির ভাবমূর্তি ক্ষুণœœ করছে, তাদের প্রশ্রয় দেওয়া হবে না। পরবর্তী নির্বাচনে তাদের মনোয়নের বিষয়টি দলে প্রশ্নবিদ্ধ হবে।’ আওয়ামী লীগের যেসব নেতা অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুণœ করছেন, আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন না বলে জানান কাদের।

নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে কি না বা বিএনপি নির্বাচনে না এলে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে কি না- এ ধরনের এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘প্রয়োজন হলে ডাকা হবে। আমরা এই মুহূর্তে সংলাপের প্রয়োজন দেখছি না। বিএনপি আগামী নির্বাচনে আসবে। আর নির্বাচনে যদি কেউ না আসে আমরা কী করব। যেভাবে চলছে সেভাবেই চলবে। তারা (বিএনপি) দেশ চালাতে চায় না।’  বিএনপি অংশ না নিলেও নির্বাচন যথাসময়ে হবে বলে জানান মন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপির সমস্যা তারা ভয়কে জয় করতে পারছে না। তারা ভয়ের মধ্যে আছে। ৫০০ লোকের মিছিল করতে পারে না। এত সাহসের সংকট একটা দলে! আমি বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করি না, দুর্বল মনে করি না।’

আগামী দিনের চ্যালেঞ্জ ও জঙ্গি-সন্ত্রাস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জঙ্গি-সন্ত্রাস শেষ হয়ে গেছে মনে করার কোনো কারণ নেই। তারা হয়তো আরও বড় ধরনের হামলার জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। সন্ত্রাস বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে এ রকম আত্মতুষ্টির কোনো কারণ নেই। তবে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে।’

আগামী নির্বাচন দলের মূল লক্ষ্য বলে জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।  তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমাদের মূল লক্ষ্য এটা আপাতত। আমাদের লক্ষ্য আগামী প্রজন্মকে গড়ে তোলা। সেভাবেই আওয়ামী লীগের নতুন কমিটি দেওয়া হয়েছে।’

সংলাপে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সবিচালয় রিপোর্টার্স ফোরামের সভাপতি শ্যামল সরকার, সাধারণ সম্পাাদক সিদ্দিকুর রহমান এবং প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।

Share this content:

Back to top button