
এবিএনএ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে কখনও নির্বাচন সুষ্ঠু হয়নি। একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এটাই জনগণের প্রত্যাশা। তাই আওয়ামী লীগ সরকার যদি নিজেদের অধীনে নির্বাচন করতে যায়, তাহলে তারা নিজেদের কবর নিজেরাই রচনা করবে।’
শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছে। তারা ধারাবাহিকভাবে গণতন্ত্রের হত্যাকারী।’ সংবাদ সম্মেলনে রিজভী জানান, রোববার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
রুহুল কবির রিজভী বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় নিজ বাসভবনে আসেন। শনিবার ভোরে তার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা।
Share this content: