বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সাধারণ সম্পাদক থাকব কিনা আল্লাহ আর নেত্রী জানেন: কাদের

এবিএনএ : আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন কিনা তা আল্লাহ আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। ক্ষমতাসীন দলটির পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা জানতে ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক কাদের।

বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন মঞ্চ পরিদর্শনে গিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘আমি দলের সাধারণ সম্পাদক থাকব কিনা তা জানেন আল্লাহ এবং আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সাধারণ সম্পাদকের জন্য সবাইকে ২১ তারিখ পর্যন্ত অপেক্ষার করতে হবে।’

যোগ্যরাই নেতৃত্বে আসবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে উপযোগী শক্তি হিসেবে যারা কাজ করবে, যারা যোগ্য তারাই নেতৃত্ব আসবে। তাদের নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগকে গড়ে তোলা সম্মেলনের মূল লক্ষ্য।’ দল ও সরকার আলাদা করা হবে কিনা? জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দল ও সরকার গুলিয়ে ফেলার কোনো বিষয় নেই। দলের কাজ পরিচালনা করেন দলের নেতারা আর সরকারের মধ্যে যারা আছেন তারা তাদের কাজ করেন।’

নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন কমিটি হবে এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সাম্প্রদায়িক অপশক্তির হুমকি মোকাবেলার উপযোগী করে নবীন-প্রবীণের সমন্বয়ে আওয়ামী লীগের নতুন কমিটি গঠিত হবে। আর বর্তমান কমিটির সফলতা ও ব্যর্থতার মূল্যায়ন করবেন নেতা-কর্মীরা ও জনগণ।

সম্মেলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের দিন আমাদের নেতা-কর্মীরা যার যার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। শৃঙ্খলার মধ্যে দিয়ে বুঝা যাবে শৃঙ্খলার সঙ্গে কতটা সংযুক্ত আমরা। এ সম্মেলন উপলক্ষে আমাদের কাজ, চিন্তা-চেতনা সব কিছুতেই যেন আদর্শ থাকে। সম্মেলনে যেসব উপকমিটি আছে তারা যার যার দায়িত্ব পালন করবেন। সম্মেলনকে সফল করার জন্য শৃঙ্খলা উপকমিটির বিশাল দায়িত্ব। কেউ কারো চেয়ারে বসলে তাকে বলে দিতে হবে। যেকোনো মূ্ল্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এবার সম্মেলনে উপস্থিতির দিক থেকে স্মরণকালের বৃহত্তর সভা হবে। এদিক থেকে কোনো সন্দেহ নেই। প্রমাণ করতে হবে বিজয়ের মাসে বড় সভা সবচেয়ে সুশৃঙ্খল পরিবেশ। সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

Share this content:

Related Articles

Back to top button