আইন ও আদালতলিড নিউজ

দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু অস্ত্রসহ গ্রেপ্তার

এবিএনএ: রাজধানীর টিকাটুলি এলাকার ওয়ার্ড (৩৯) কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। এর আগে বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু’র কার্যালয়ে অভিযান শুরু করে র‍্যাব।

Share this content:

Related Articles

Back to top button