অর্থ বাণিজ্যবাংলাদেশ

দক্ষতা বাড়াতে বিপুল বিনিয়োগে আগ্রহী চীন

এ বি এন এ : বাংলাদেশের শিল্প খাতের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চীন বিপুল বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং কিয়াং।

 

রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশে শিল্প-কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে বলে তিনি মন্তব্য করেন।

 

বুধবার শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান চীনা রাষ্ট্রদূত। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

বৈঠকে বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুৎ খাতে চীনের বিপুল বিনিয়োগের বিষয়টি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।

 

চীনা রাষ্ট্রদূত বলেন, পাটশিল্প খাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতা, নির্মাণসামগ্রীসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। চীনের উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশের পাটশিল্প খাতে বিনিয়োগ করতে চান। এর পাশাপাশি কৃষি যন্ত্রপাতি, কয়লাভিত্তিক বিদ্যুৎ ও সার উৎপাদনেও চীন বিনিয়োগ করবে। বাংলাদেশে শিল্প খাতের ভিত্তি শক্তিশালী করতে চীন সব ধরনের সহায়তা দেবে বলে তিনি উল্লেখ করেন।

 

শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্প খাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান।

 

তিনি বলেন, চীনা উদ্যোক্তারা পাটশিল্পের পাশাপাশি বাংলাদেশের চিনিকল ও নিউজপ্রিন্ট কাগজকলের আধুনিকায়নে বিনিয়োগ করতে পারে। এ ক্ষেত্রে সরকার প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

 

আমির হোসেন আমু বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারী শিল্প খাতে বিনিয়োগের পাশাপাশি এর বাইরেও হালকা প্রকৌশল শিল্প খাতে বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

মন্ত্রী বিসিআইসির আওতাধীন শিল্প-কারখানা প্রতিষ্ঠান বিআইএসএফের আধুনিকায়ন ও পণ্য বৈচিত্র্যকরণের লক্ষ্যে চীনা উদ্যোক্তাদের বিনিয়োগের পরামর্শ দেন।

 

বৈঠকে চীনা রাষ্ট্রদূত ১২ থেকে ১৭ জুন, ২০১৬ চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য চতুর্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান। তিনি এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চীনের খ্যাতনামা গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের প্রস্তাব করলে শিল্পমন্ত্রী এতে সম্মতি জানান।

Share this content:

Related Articles

Back to top button