জাতীয়বাংলাদেশলিড নিউজ

থানায় অভিযোগ চিতলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাগরের উপর সন্ত্রাসী হামলা

এবিএনএ : বাগেরহাটের চিতলমারীতে সাংবাদিক সাগরের উপর হামলা চালিয়ে মারপিট করেছে চিহ্নিত একটি সন্ত্রাসী চক্র। শনিবার বিকালে সাংবাদিক এস এস সাগর তার বাড়ি থেকে চিতলমারী বাজারে তার কর্মস্থলে যাবার সময় এই হামলার শিকার হন। এ ঘটনায় শনিবার বিকেলেই চিতলমারী থানায় অভিযোগ দায়ের হয়েছে।
চিতলমারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এস সাগর জানান, গত ২৩ মে এবিনিউজ টুয়েন্টিফোর.কম, বাগেরহাট টুয়েন্টিফোর.কম, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন পত্রিকায় ‘চিতলমারীতে যুবদল নেতা বকুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে শনিবার (২৬ মে) বেলা ৩ টার দিকে কর্মস্থল চিতলমারী বাজারে যাবার পথে তার উপর হামলা চালানো হয়। উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক চিতলমারীর সুরশাইল গ্রামের মৃত রুস্তম আলী শেখের পুত্র আবু বক্কার সিদ্দিক বকুল সহ অজ্ঞাত আরও ৫-৬ জন সন্ত্রাসী সুরশাইল নতুন পোলের কাছে অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। এ সময় বকুল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ কিল-ঘুষি মারতে থাকে। সেই সাথে সে তাকে রির্পোট করার জন্য জীবননাশের হুমকি দেয়। এসময় তার পকেটে থাকা এ্যথারটরটন ইমব্রুস কোম্পানীর পেমেন্টের এক লক্ষ বিশ হাজার টাকা, তার ব্যবহৃত পঞ্চাশ হাজার টাকা মূল্যের নাইকন ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ও পথচারিরা ছুটে এলে বকুলসহ সকলে পালিয়ে যায়। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুকুল সরকার বলেন, সাংবাদিক সাগরের ফোন পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো। এদিকে সাংবাদিকের উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার সহ শাস্তির দাবী করেছেন বাগেরহাট জেলা মফঃস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

Share this content:

Related Articles

Back to top button