এ বি এন এ : থাইল্যান্ডে রোববার সকাল থেকে সামরিক সরকার মনোনীত কমিটির তৈরি নতুন একটি সংবিধানের ওপর অনুষ্ঠিত গণভোটের ফলাফলে নতুন সামরিক সংবিধানের পক্ষে রায় দিয়েছে সাধারণ মানুষ।
নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট গণনা হয়েছে। তাতে ৬১.৪ শতাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে এবং ৩৮ দশমিক ৬ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছে।
রোববার সেনা সরকারের তৈরি নতুন সংবিধানে জনগণের অনুমোদনের প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হয়। প্রায় সমাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশন ঘোষণা করেছে- নতুন সংবিধানের পক্ষেই জনগণ রায় দিয়েছে। সামরিক সরকার প্রণীত এই সর্বশেষ সংবিধানটি পাস হলে এটি হবে থাইল্যান্ডের ২০তম সংবিধান।
২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটির জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।গণভোটের ফল নতুন সংবিধানের পক্ষে যাওয়ায় ২০১৭ সালে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে।