ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার নূরুর দোকান এলাকায় বাস চাপায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক একই উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিন (২৮)।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুলের নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চড়ে ইউএনও রাশেদুল ইসলাম ও নেছার উদ্দিন উপজেলার নূরুর দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। পরে সংকটাপন্ন অবস্থায় ইউএনও রাশেদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, গুরুতর আহত অবস্থায় ভূমি অফিসের কর্মকর্তা নেছার উদ্দিনকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। আহত নেছার উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেছবাউল আলম চাঁন মিয়ার ছেলে।
ইউএনও রাশেদুল ইসলামের মৃত্যুর খবরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকীসহ প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা।