জাতীয়বাংলাদেশলিড নিউজ

তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবে : প্রধানমন্ত্রী

এবিএনএ : স্কাউটদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। তোমরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ হাউজিং এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ হাউজিং এলাকার অনুষ্ঠানস্থলে পৌঁছান।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা উড়িয়ে রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ এর উদ্বোধন করেন। পরে তিনি  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Share this content:

Back to top button