বাংলাদেশরাজনীতিলিড নিউজ

তেল-গ্যাস জাতীয় কমিটির হরতালে বিএনপির সমর্থন

এবিএনএ : রামপাল ইস্যুতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে বিএনপির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ কথা জানান।

রিজভী বলেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। সেখানে মার্কিন পরিবেশবিদ আল গোরসহ বিশ্ব পরিবেশবিদরা রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের বলেছেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

রিজভী আহমেদ বলেন, দাভোসে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি জাতীয়, আন্তর্জাতিক সব বিশেষজ্ঞের অভিমতকে থোড়াই কেয়ার করেন।

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয়, অসত্য বলে দাবি করেন রিজভী।

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে ২৬ জানুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি।

Share this content:

Related Articles

Back to top button