খেলাধুলালিড নিউজ

ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান!

এবিএনএ : লা লিগায় চরম ব্যর্থতার পর তার রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঠাণ্ডা মাথায় এসব প্রশ্ন শুনে জিনেদিন জিদান বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ পর্যন্ত তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে আছেন। তারপর ভবিষ্যত ভাবনা। কয়েক দিন আগেই লিভারপুলকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন। এমন সোনালী মুহুর্তে কোচের চাকরি ছেড়ে দিয়ে ফুটবলবিশ্বকে বড় একটা ধাক্কা দিলেন সাবেক এই ফরাসি সুপারস্টার।

সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘আমি আগামী বছর থেকে রিয়াল মাদ্রিদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। একই জায়গায় তিন বছর কোচ হিসেবে কাটানোর পর আমার এখন নতুন চিন্তা ও কৌশল বাস্তবায়নের ক্ষেত্র দরকার হয়ে পড়েছে।’

অবসর ঘোষণা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার হুট করে সংবাদ সম্মেলন ডাকেন জিদান। তার বিশেষ অনুরোধে পড়িমড়ি করে ছুটে যান সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে সবাইকে স্তব্ধ করে দিয়ে জিদান বলেন, তিনি রিয়াল মাদ্রিদকে বিদায় জানাচ্ছেন! তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতে মাথা উঁচু করেই মাদ্রিদ ছাড়ছেন তিনি। তিনটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে একবার লা লিগা, দুইবার ক্লাব বিশ্বকাপ ও দুইবার উয়েফা সুপার কাপও জিতেছেন।

হঠাৎ এই দায়িত্ব ছাড়ার কারণ সম্পর্কে জিদান বলেন, ‘সবকিছুই পাল্টে গেছে। আর একারণেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

Share this content:

Related Articles

Back to top button