বিনোদনলিড নিউজ

সোনাক্ষী সিনহা গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

এবিএনএ : বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি প্রকাশ্যেই তাকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর এটা নিয়েই শুরু হয়েছে জোর গুঞ্জন। প্রশ্ন উঠেছে, কেন গ্রেপ্তার করা হলো এই অভিনেত্রীকে?

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভিডিওতে একটি সোনালী গাউনে দেখা যাচ্ছে সোনাক্ষী সিনহাকে। এ সময় আচমকাই তাকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পরই চিৎকার জুড়ে দেন এই অভিনেত্রী। সোনাক্ষী বলতে শুরু করেন, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে? কী করেছেন তিনি? তবে কেন অভিনেত্রীকে গ্রেপ্তার করা হলো, সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সম্প্রতি একটি সংস্থার তরফে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কী তবে তাকে গ্রেপ্তার করা হলো? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। আবার কোনো সিনেমার প্রমোশনের জন্য ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী ভিডিওটি আপলোড করেছেন কিনা তা নিয়েও চলছে আলোচনা।

Share this content:

Related Articles

Back to top button