এবিএনএ: হলিউডের বিখ্যাত অভিনেতা রক আনুষ্ঠানিকভাবে প্রেমিকা লরেনকে বিয়ে করেছেন। গত ১৫ মাস ধরে দুজনে একসঙ্গে বসবাস করছিল। ৪৭ বছর বয়সী রক লরেনের সঙ্গে ইনস্টাগ্রামে কয়েকটি ঘনিষ্ঠ আপলোড করেন। সেখানেই নিজেদের বিয়ের কথা ঘোষণা করেন।
ছবিতে দেখা যায়, লরেন সাদা রংয়ের একটি চমৎকার জামা পরেছেন। রক স্ত্রীর সঙ্গে মিলিয়ে সাদা রংয়ের শার্ট ও প্যান্ট পরেছেন। তাদের পিছনে নদীর নয়নাভিরাম দৃশ্য। তিন সন্তানের বাবা রক ২০১৮ সালের বসন্তে বিয়ের ঘোষণা দিয়েছিল। কিন্তু লরেন গর্ভবতী হওয়ায় বিয়ের তারিখ পিছিয়ে দেয়া হয়। লরেন এক ম্যাগাজিনে সাক্ষাৎয়ে জানান, তার মা গর্ভবর্তী অবস্থায় বিয়ের অনুষ্ঠানে অসম্মতি প্রকাশ করেন। ১৯৯৭ সালের ৩ মে ড্যানি গারসিয়াকে রক বিয়ে করেন। কিন্তু ২০০৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বাকি জীবন তারা বন্ধু হিসেবে থাকার ঘোষণা দিয়েছিল। বিশ্বের সর্বত্র রকের অগণিত ভক্ত রয়েছে। বিয়ের ঘোষণায় রক সামাজিক মাধ্যমে অভিনন্দন জোয়ারে ভাসছে।
ডোয়েইন ডগলাস জনসন ‘দ্য রক’ নামে অধিক পরিচিত। তিনি একাধারে একজন মার্কিন-কানাডার অভিনেতা, প্রযোজক এবং পেশাদার কুস্তিগির। রককে সর্বকালের অন্যতম একজন সেরা পেশাদার রেসলার ধরা হয়। তিনি ‘দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান অব স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি’ বলে খ্যাত। ২০০০ সালে রকের আত্মজীবনী ‘দ্য রক সেইস’ প্রকাশিত হয়। প্রকাশের শুরতেই বইটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্টে এক নম্বর অবস্থানে ছিল। হারকিউলিস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাসহ অসংখ্যা জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।