এ বি এন এ : চীনের সঙ্গে সহযোগিতা আর অংশীদারত্বের নতুন মাত্রা যোগ হতে চলেছে। দ্বিপাক্ষিক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও উন্নয়ন সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা খাতে কয়েক বছরে বড় ধরনের সহযোগিতা গড়ে উঠছে।ঢাকা ও বেইজিংয়ের মধ্যে এই সহযোগিতা আরো জোরদার করতে আজ শনিবার তিন দিনের সফরে ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী চেং ওয়ানকুয়ান।
চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আসছে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল। দীর্ঘ আট বছর পর চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। চীনা প্রতিরক্ষামন্ত্রী আজ শনিবার বিকালে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এই সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এ ছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ৩০ মে ঢাকা ছেড়ে যাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, চীনা প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর অংশীদারত্ব গত কয়েক বছর বহুদূর এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের জুন মাসে চীন সফরের পর প্রতিরক্ষা খাতে উচ্চপর্যায়ের বেশ কয়েকটি সফর বিনিময় হয়েছে।