বাংলাদেশরাজনীতিলিড নিউজ

তা‌রেক দে‌শে ফি‌রে গণতন্ত্র পুনরুদ্ধা‌রে সহ‌যো‌গিতা কর‌বে:আব্বাস

এবিএনএ : শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার সকালে  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন।
ড্যাবের পক্ষ থেকে চিকিৎসা সেবা নিতে আসা লোকদের ফ্রি চিকিৎসাপত্র দেয়া হয় এবং বিনামূল্যে ওষুধ সরবারহ করা হয়।
এছাড়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করছে বিএনপি  ও অঙ্গ সংগঠন। শনিবার রাত ১২টা ১মিনিটে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের নিয়ে ৫২ পাউন্ডের কেক কাটেন।
এরআগে ‌রোববার সকা‌লে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে কেক কাটেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সম‌য়ে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপ‌তি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহা‌ঙ্গির হো‌সেনসহ যুবদ‌লের নেতাকর্মীরা।

এর কিছুপরে নয়াপল্টনের ভাসানী ভবনে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ। এসময় মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button