
এবিএনএ : ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের হয়ে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছয়জন মনোনয়ন প্রত্যাশী। বুধবার সকাল ১০টা থেকে ফরম বিতরণ শুরু হয়েছে। চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। মনোনয়নের আবেদনপত্র বিতরণের শুরুতেই বেশ কয়েকজন ফরম সংগ্রহ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে মনোনয়ন ফরম কিনেছেন যারা :
১. বর্তমান মেয়র আতিকুল ইসলাম। আতিকুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম নেন তার ছোট ভাই ইমন।
২. বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ওসমানী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোনয়ন ফরম কিনেছেন যারা :
১. ঢাকা ১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার পক্ষে মনোনয়ন নেন ঢাকা ১০ আসনের ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেট থানার সভাপতি-সাধারণ সম্পাদকরা।
২. ঢাকা ৭ আসনের সাংসদ হাজী সেলিমের পক্ষে মনোনয়ন তোলেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য আনিস আহমেদ।
৩. বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক, তার পক্ষে মনোনয়ন পত্র নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
৪. মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা এমএ রশিদ।
মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের অফিস সহকারী সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মোহাম্মদ আলাউদ্দিন, জিএম মাসুদুল হাসান।
মেয়র পদে ফরমের মূল্য রাখা হচ্ছে ২৫ হাজার টাকা।
আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
তিনি জানান, দুই সিটিতে ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। সম্পূর্ণ ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গ্রহণ করা হবে। বিদ্যমান ভোটার তালিকায় ভোট নেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ইভিএমের পাহারায় দুজন করে সেনা কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। চার বছর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ করপোরেশন নির্বাচনে উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হন আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন। ওই নির্বাচনে দুজনেই জয়ী হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
Share this content: