জাতীয়বাংলাদেশলিড নিউজ

তফসিল ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

এবিএনএ : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনের মিডিয়া লাউঞ্জে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি। এ দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সবাই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। তবে, তার প্রস্তাবক ও সমর্থক হিসেবে একজন সংসদ সদস্য থাকতে হবে। সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। বর্তমান রাষ্ট্রপতি নিজেও ভোট দিতে পারবেন।সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে একক প্রার্থীকে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share this content:

Back to top button