
বাগেরহাট থেকে কামরুজ্জামান শিমুল : উপমহাদেশের সর্ব বহৎ বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ীর দূর্গা মন্দিরে প্রতিমা তৈরী ও সাজ সজ্জার কাজ চলছে দ্রুত গতিতে। এ বছর মন্দিরে১০০টি প্রতিমা বৃদ্ধি করে ৮০১ টি প্রতিমা প্রদর্শন করা হবে। সাথে থাকবে বর্ণাঢ্য অনুষ্ঠান। জানাগেছে, গত ১লা বৈশাখ থেকে ২০ জন ভাস্কর দিন রাত পরিশ্রম করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করবে। ভক্তদের মনকে পুলকিত করার জন্য বিশ্বামিত্রের সংগে শ্রীরাম লন, রংগ ভুমিতে দুই রাজকুমার, তাড়কা সংহরি, চার কুমারের বিবাহ, পিতার বাক্য পালন।, সিতার উপদেশ বন গমন ও চিত্রকুটের শোভা সহ নানান কাহিনী নিয়ে রুপায়িত হচ্ছে শিকদার বাড়ীর মন্দির। স্থানীয়ভাবে জানা যায়, শিল্পপতি লিটন শিকদারের স্বর্গীয় পিতা দুলাল শিকদারের আত্মার শান্তির জন্য এবছর আরও ১০০ টি প্রতিমা বৃদ্ধি করেছে।
Share this content: