এবিএনএ: বিএনপি নেতাকর্মীদের তড়িঘড়ি করে সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একাদশ দফায় ডাকা ৩৬ ঘণ্টা অবরোধের শুরুতে আজ মঙ্গলবার সকালে বাংলামোটর সড়কে মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘মামলা-গ্রেপ্তার করে নির্বাচনী মাঠ থেকে বিরোধী দল শূন্য করা হয়েছে। মাঠে আছে শুধু নিজেরা নিজেরা। একবার ডামি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোননয়নপত্র বাতিল করলেন রির্টানিং অফিসার, আবার আপিলে গিয়ে বাতিল হওয়ার সব মনোনয়নপত্র বৈধ দেখানো হচ্ছে। উদ্দেশ্যে অনেক প্রার্থী। ডামি-স্বতন্ত্র প্রার্থী দিয়ে ‘আমরা আর মামুরা’দের নির্বাচন নির্বাচন খেলা করছে সরকার ও তার বংশবদ নির্বাচন কমিশন। এসব করে কোনো লাভ হবে না।জনগণ সরকারের সব নীল-নকশার খেলা ধরে ফেলেছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘জনগণ জেগে উঠেছে, তারা রাস্তায় নেমেছে। দেশের মানুষ সরকারের ভাগাভাগির নির্বাচন রুখে দেবে।’