এ বি এন এ : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় মধুর কেন্টিনে কমিটি ঘোষণা করেন শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
কমিটিতে ২১ জন সহ-সভাপতি, ৯ জন করে যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এতে ২০০৮-০৯ থেকে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীরাও পদ পেয়েছেন। এর আগে ২০১৫ সালের ১১ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়, ওই মাসের ১৮ই জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।