
এবিএনএ : রাজধানীর নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করছে ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে তারা এ অবরোধ করছে বলে জানিয়েছে পুলিশ।আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করে তারা।
নিউমার্কেট থানার সহকারি পুলিশ কমিশনার সাজ্জাদ রেহান জানান, সকাল সাড়ে ৯ টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।শিক্ষার্থীদের এ অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে দেখা গেছে দু’পাশে আটকে পড়া যানবাহনগুলোকে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাতটি কলেজের ভর্তি পরীক্ষা, শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরীক্ষা, ফলাফল প্রণয়ন এবং সিলেবাস প্রণয়ন সবকিছুই এখন থাকবে বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।এসব কলেজের শিক্ষার্থীরা সনদও পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী এবং অধিভুক্ত কলেজসমুহের শিক্ষার্থীদের সনদে পার্থক্য থাকবে।নানা দাবিতে এর আগে ওইসব কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে আন্দোলন করেছে। এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের পৃথক আন্দোলনে চোখ হারায় তিতুমীর কলেজ শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।
Share this content: