বাংলাদেশলিড নিউজশিক্ষা

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৩১ জুলাই

এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৩১ জুলাই বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হবে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করবেন। আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত ভর্তির এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটে ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটে ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটে ১২ অক্টোবর, চ-ইউনিটে (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Share this content:

Back to top button