বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ঢাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

এবিএনএ: ডাকসু নির্বাচনে ছাত্রলীগ নেতাদের জালিয়াতির মাধ্যমে ভর্তির ঘটনায় জড়িত উপাচার্য ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের কর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাবির বিজনেস ফ্যাকাল্টি এলাকায় এই ঘটনা ঘটে। এতে আসিফ মাহমুদ নামে এক শিক্ষার্থী চোখের নিচে আঘাত পান। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, নিয়মবহির্ভূত ভর্তির প্রতিবাদে এদিন বিজনেস ফ্যাকাল্টির ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের কার্যালয় ঘেরাও করতে চায় কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। ঘেরাও কর্মসূচিতে তাদের সঙ্গে যোগ দেয় প্রগতিশীল ছাত্রজোটও। তবে নিয়মিত শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণকারী সকল নিয়ম বহালের দাবিতে এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের কর্মীরাও ডিনকে স্মারকলিপি দিতে আসেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের পর ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কর্মীরা বিজনেস ফ্যাকাল্টি এলাকা থেকে চলে গেলেও সেখানে অবস্থান করছে ছাত্রলীগের কর্মীরা।

Share this content:

Related Articles

Back to top button