জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েছে’

এ বি এন এ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নাসিম বলেন, স্বাধীনতার পর দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ওই একই শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত করার জন্য এ ষড়যন্ত্রে নেতৃত্ব দান করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় বিপথগামী তরুণ তথাকথিত আদর্শের নামে নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের জঙ্গি হামলাকে রক্তাক্ত অভ্যূত্থান হিসেবে উল্লেখ করেন এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার পর সরকারে পদত্যাগ ও নির্বাচন দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যামিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

Share this content:

Related Articles

Back to top button