জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকা ওয়াসায় আর কোনো অব্যবস্থাপনা সহ্য করা হবে না: এলজিআরডিমন্ত্রী

এবিএনএ: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, অনেক অবহেলা-অব্যবস্থাপনার মধ্য দিয়ে গেছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটিতে (ঢাকা ওয়াসা)। তিনি বলেন, ঢাকা ওয়াসা এমন ত্রুটিপূর্ণ ও অব্যবস্থাপনা অবস্থা আর চলতে দেয়া হবে না। এমনটি দেখলে দোষী কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসা ভবনে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সুপেয় পানি হলো একটি বড় চ্যালেঞ্জ। আমরা সবার মধ্যে নিরবচ্ছিন্ন ও সমানভাবে এ সেবা দিতে চাই। সভায় ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে সতর্কবার্তা দেন এলজিআরডিমন্ত্রী। ওয়াসায় অব্যবস্থাপনার কারণে অনেক ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আপনাদের যার যেখানে দুর্বলতা আছে তা এখনই তা শুধরিয়ে ফেলুন। তা না হলে পরিণতি খারাপ হবে। আর কোনো অন্যায় সহ্য করা হবে না। এ সময় সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে সিবিএ নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মন্ত্রী বলেন, সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা। কারও কোনো অন্যায় থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ওয়াসার দুর্নীতির ব্যাপারে কারও কোনো অভিযোগ থাকলে তা নির্ভয়ে ব্যক্তিগতভাবে জানালেও তাকে স্বাগত জানানো হবে বলে জানান মন্ত্রী। বৃহস্পতিবারের এ সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ ওয়াসার অন্য কর্মকর্তারা।

Share this content:

Related Articles

Back to top button