জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকা এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলার

এবিএনএ: বাংলাদেশে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ১৮ নভেম্বর রবিবার তিনি ঢাকায় এসে পৌঁছান বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আর্ল মিলার বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার আগে আফ্রিকার বতসোয়ানা প্রজাতন্ত্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন (২০১৪-২০১৮)। যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য রাষ্ট্রদূত মিলার ১৯৮৭ সালে পররাষ্ট্র দপ্তরে যোগ দেন। তিনি ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কনসাল জেনারেল হিসেবে দায়িত্বপালন করেন। এছাড়া ওয়াশিংটন, স্যানফ্রান্সিসকো, মায়ামি ও বোস্টনেও কাজ করেছেন তিনি। এল সালভাদর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরাক ও ভারতে দায়িত্ব পালন করেছেন মার্কিন দূতাবাসে । যুক্তরাষ্ট্রের সিনেট গত ১১ অক্টোবর, ২০১৮ তারিখে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল আর মিলারের নিয়োগ নিশ্চিত করে।

Share this content:

Back to top button