জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকায় সব ব্যাংক শুক্র ও শনিবার খোলা রাখতে চিঠি

এবিএনএ : ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর ব্যাংকগুলো শুক্র ও শনিবার খোলা রাখতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের জমানতের টাকা জমা দেয়ার সুবিধার্থে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসির উপসচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হিসেবে নির্ধারিত রয়েছে। মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে ২৭ ও ২৮ ডিসেম্বর (শুক্রবার ও শনিবার) ঢাকা মহানগরস্থ সব ব্যাংক খোলা রাখার ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

ইসির কর্মকর্তারা জানান, মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার সিডি সংগ্রহ বাধ্যতামূলক। ভোটার সিডি কেনার টাকা ব্যাংকে জমা দেয়ার নিয়ম রয়েছে। শুক্র ও শনিবার যাতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বিঘ্ন না ঘটে সেজন্য ব্যাংকগুলোকে খোলা রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share this content:

Related Articles

Back to top button