
এবিএনএ: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। দুবাই থেকে আজ সকালে ঢাকায় এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। পরে সরাসরি নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সেখানে ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপের (১৯৯৯) প্রথম ম্যাচসেরা ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আলাদা নজর কাড়ে সুবিধাবঞ্চিত শিশুদের সম্পৃক্ততা। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম শহর প্রদক্ষিণ করার কথা বিশ্বকাপ ট্রফির। আগামীকাল যমুনা ফিউচার পার্কে সর্বসাধারণের দেখার জন্য এটি উন্মক্ত থাকবে। পরদিন যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০শে অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফিটি প্রদর্শিত হবে।
Share this content: