আইন ও আদালত
ডেসটিনির দুই কর্ণধারের আবেদন হাইকোর্টে খারিজ

এবিএনএ : অর্থ পাচারের দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই দুই আসামির বিরুদ্ধে অর্থ পাচার মামলার অভিযোগ গঠন করে। এই অভিযোগ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন তারা। ওই মামলার শুনানি শেষে হাইকোর্ট রুল জারি না করে সরাসরি আবেদনটি খারিজ করে।
আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের এই আদেশের ফলে আদালতে মামলার দুইটি সাক্ষ্য গ্রহণে আইনগত বাধা দূর হয়েছে।
২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্য থেকে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্নসাৎ করে পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। বর্তমানে এই মামলায় দুইজনই কারাগারে রয়েছেন।
Share this content: