
এবিএনএ : ডেঙ্গু প্রতিরোধে এডিশ মশা নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে পুলিশ। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘৫০ হাজার পুলিশ সদস্য এ কার্যক্রমে অংশ নেবেন। অভিযানের অংশ হিসেবে ডিএমপিসহ পুলিশের সব ইউনিটের আঙ্গিনা পরিষ্কার করা হচ্ছে। ’ রাজারবাগ পুলিশ লাইনস এলাকায় প্রথমে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া, বিট পুলিশিংয়ের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা সম্পর্কে সবাইকে সচেতন করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ আগস্ট ডিএমপি কমিশনার সকল ইউনিটের সদস্যদের শনিবার সকাল ৭টা থেকে তাদের স্ব স্ব অফিস ও তার আশপাশ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় নির্দেশনা দিয়েছিলেন। ডিএমপির আওতাধীন উপ-পুলিশ কমিশনারের কার্যালয়, কন্ট্রোলরুম, থানা, ফাঁড়ি, মেসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
Share this content: