আইন ও আদালতলিড নিউজ

‘জঙ্গি আস্তানায়’ পড়ে আছে ছিন্নভিন্ন মরদেহ

এবিএনএ: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সেখানে থাকা সন্দেহভাজনদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে পড়েছে। তবে যে নমুনা মিলেছে, তাতে অন্তত দু’জনের মরদেহ সেখানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ এর আগে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে সকাল ৯টার পরে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে যেতে দেখা গেছে।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলা হয়। এর পর থেকেই বাড়িটি ঘিরে অভিযান চালায় র‍্যাব। শুরুতেই ওই বাসার একটি কক্ষ থেকে বিস্ফোরণ ঘটানো হয়। এর পর ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসার কেয়ারটেকার সোহাগ, তার স্ত্রী মৌসুমী ও বাসার কাছের একটি মসজিদের ইমাম ইউসুফকে আটক করা হয়েছে। এ ছাড়া বাসাটি ঘিরে ফেলার পরই আশপাশের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button