,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

ডিএসসি‌সির ৫০ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই

এ বি এন এ : ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পোরেশনের (ডিএসসিসি) ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই জোন ঘোষণা করেছেন মেয়র সাঈদ খোকন। এরই অংশ হিসেবে আজ বৃহস্প‌তিবার দুপু‌রে লা‌লবাগ কেল্লায় ফ্রি ওয়াই-ফাই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

উদ্বোধনকালে মেয়র বলেন, পর্যায়ক্রমে ডিএস‌সি‌সির প্রত্যেক‌টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ফ্রি ওয়াই-ফাই চালু কর‌বো। দ্রুততম সম‌য়ের মধ্যেই সেবা‌টি চালু হবে। আশা করি ৬ মাসের মধ্যে সম্পন্ন কর‌তে পারবো। ‌ডিএস‌সি‌সিভুক্ত নতুন অঞ্চলে প‌রিক‌ল্পিত নগরী গড়ার প‌রিকল্পনা রয়েছে বলে জানান মেয়র। ‌ বাংলাদেশ টে‌লিক‌মিউ‌নিকেশন্স কোম্পা‌নি লিমিটেড (বি‌টি‌সিএল) ও ডিএস‌সি‌সি যৌথভাবে এ ফ্রি ওয়াই-ফাই চালু করছে। এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াই-ফাই ব্যবহার কর‌তে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হ‌বে না।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন- ডিএস‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল, বিটি‌সিএলর ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) ফকরুদ্দিন আহমদ, ২৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর দেলোয়ার হোসেন, ২৩নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হুমায়ুন ক‌বির, ২৬ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর হা‌সিবুর রহমান মা‌নিক প্রমুখ।

যেসব স্থানে ফ্রি ওয়াই-ফাই করা হচ্ছে: বঙ্গবন্ধু যাদুঘর, বঙ্গবন্ধু এ‌ভি‌নিউ, রাসেল স্কয়ার, কেন্দ্রীয় শহীদ মিনার, অপারাজেয় বাংলা, আহসান ম‌ঞ্জিল, লালবাগ কেল্লা, কার্জন হল, কমলাপুর রেলওয়ে স্টেশন, বাহাদুরশাহ পার্ক, ওসমানী উদ্যান, রমনা পার্ক, বলদা গা‌র্ডেন, কেন্দ্রীয় শিশু পার্ক, ধানমন্ডি লেক, মহানগর নাট্যমঞ্চ, নগর ভবন, ডিএস‌সি‌সি জোন-২, জোন-৩, জোন-৫, সা‌য়দাবাদ বাস টা‌র্মিনাল, ফুলবা‌ড়িয়া বাস টা‌র্মিনাল, সদরঘাট লঞ্চ টা‌র্মিনাল, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল, না‌জিরা বাজার মাতৃসদন, নিউমা‌র্কেট, মেয়র মোহাম্মদ হা‌নিফ ক‌মিউ‌নি‌টি সেন্টার, সেগুনবা‌গিচা ক‌মিউ‌নি‌টি সেন্টার, ধানম‌ন্ডি ভূতের গ‌লি ক‌মিউ‌নি‌টি সেন্টার, বাসা‌বো ক‌মিউ‌নি‌টি সেন্টার, কাজী ব‌শির মিলনায়তন, পল্টন ক‌মিউ‌নি‌টি সেন্টার,নবাবগঞ্জ সাত শহীদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী গোলাম মো‌র্শেদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী খ‌লিল সরদার ক‌মিউ‌নি‌টি সেন্টার, আ‌জিমপুর মি‌নি ক‌মিউ‌নি‌টি সেন্টার, হাজী জুম্মন ক‌মিউ‌নি‌টি সেন্টার, ফজলুল ক‌রিম ক‌মিউ‌নি‌টি সেন্টার, নর্থ ব্রুক হল লাই‌ব্রেরি, মু‌ক্তি‌যোদ্ধা সাদেক হো‌সেন খোকা ক‌মিউ‌নি‌টি সেন্টার, মাজেদ সরদার ক‌মিউ‌নি‌টি সেন্টার, সূত্রাপুর ক‌মিউ‌নি‌টি সেন্টার, ধোলপুর ক‌মিউ‌নি‌টি সেন্টার, ফ‌কিরচাঁদ ক‌মিউ‌নি‌টি সেন্টার, সারাফাতগঞ্জ ক‌মিউ‌নি‌টি সেন্টার, যাত্রাবাড়ী ক‌মিউ‌নি‌টি সেন্টার এবং জ‌হির রায়হান সংস্কৃ‌তি কেন্দ্র।

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsusa@gmail.com
Usa Office: 289 West Koach Avenue, Egg harbor City, New Jersey-08215, Bangladesh Office : 60/1. Purana Paltan (2nd Floor), Dhaka-1000, Usa. Phone: +16094649559, Cell:+8801711040113, +8801912-621573
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited