জাতীয়বাংলাদেশলিড নিউজ

ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল নটরডেম কলেজছাত্রের

এবিএনএ: রাজধানীর গুলিস্তান চত্বরে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম নাঈম হাসান। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে আসা পথচারী আবদুল্লাহ আল নোমান জানান, পৌনে ১২টার দিকে গুলিস্তান হল চত্বরে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় ১৭ বছর বয়সী নাঈম। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি সে নটরডেম কলেজের শিক্ষার্থী। তবে তার বিস্তারিত পরিচয় ও পরিবার সম্পর্কে এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

Share this content:

Related Articles

Back to top button