

এবিএনএ: দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করছেন।
হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, মনোনয়ন সংগ্রহ শুরু করেছে শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান বলেন, এখনো পর্যন্ত কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। আমরা বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন বিতরণ করবো। উল্লেখ্য, ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।