আন্তর্জাতিক

দিল্লিতে ধুলি ঝড় ও ভারী বৃষ্টিতে বিপর্যয়: নিহত ৪, বিমান-রেল চলাচলে বড় প্রভাব

এবিএনএ: ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রবল ধুলি ঝড়, দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাতে প্রাণ হারিয়েছেন এক নারী ও তার তিন সন্তান। শহরের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জলাবদ্ধতায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির দ্বারকা এলাকায় একটি গাছ বাড়ির উপর পড়ে গেলে বাড়ির একাংশ ভেঙে পড়ে। এ ঘটনায় প্রাণ হারান ওই নারী ও তার তিন শিশু সন্তান।

অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২০টি ফ্লাইট বিলম্বিত হয় এবং কয়েকটি ফ্লাইট অন্য শহরে ডাইভার্ট করা হয়। ব্যাঙ্গালোর ও পুনে থেকে দিল্লিগামী দুটি ফ্লাইট যথাক্রমে জয়পুরে পাঠানো হয়। ফ্লাইটরাডারের তথ্যমতে, গড়ে ২১ মিনিট বিলম্বে ফ্লাইট অবতরণ এবং ৬১ মিনিট বিলম্বে ছাড়তে দেখা গেছে।

ভারতের একাধিক বিমান সংস্থা যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে যেন ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়া হয়।

এছাড়া প্রবল বাতাসে গাছ বিদ্যুতের তারের ওপর পড়ে যাওয়ায় রেল চলাচলেও বিঘ্ন ঘটে। প্রায় ১৫-২০টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে এবং গাছের নিচে আশ্রয় না নেওয়া ও ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে। আবহাওয়া বিভাগ আগামী তিনদিন বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।

Share this content:

Back to top button