জাতীয়বাংলাদেশলিড নিউজ

ট্রেন চলবে, অনলাইনে টিকিট

এবিএনএ : বৃহস্পতিবার থেকে সারা দেশে ট্রেন চলাচল চালু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের বরাত দিয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, আগামী ১৫ জুলাই থেকে সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট দেয়া হবে না। বাকি সিদ্ধান্ত প্রজ্ঞাপনের আলোকে দেয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২৮ জুন থেকে সীমিত পরিসরে লকডাউন আরোপ করলে সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ১ জুলাই থেকে সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন।

Share this content:

Back to top button