আমেরিকালিড নিউজ

ট্রাম্পের বিরুদ্ধে ১৬ অঙ্গরাজ্যের মামলা

এবিএনএ: যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা প্রত্যাহারে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৬ অঙ্গরাজ্যের এক জোট মামলা করেছে। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতে এ মামলা দায়ের করা হয়। এই জোটে নেতৃত্ব দিচ্ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের নেতারা। মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণে তহবিল সংগ্রহের জন্য ট্রাম্প যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এই মামলা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বিসরারা বলেন, প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বন্ধ করার জন্য তারা আদলাতে এ মামলা করেছেন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট যা মন চায় তা করতে পারেন না। কারণ প্রেসিডেন্টের কার্যালয় থিয়েটার নয়।

Share this content:

Back to top button