
এবিএনএ : টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে চীনের ভিডিও অ্যাপ টিকটক। নির্বাহী আদেশের মাধ্যমে মধ্য সেপ্টেম্বর থেকে টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে লেনদেন নিষিদ্ধ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে যে, বাইটড্যান্স নামের এই কোম্পানি টিকটকের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের ডাটা স্থানান্তর করতে পারে চীন সরকারের কাছে। অর্থাৎ এই টিকটকের মাধ্যমে তথ্যচুরি করা হচ্ছে। কিন্তু বাইটড্যান্স এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্বল্প মেয়াদের এই ভিডিও শেয়ারিং অ্যাপস যুক্তরাষ্ট্রে সক্রিয় ব্যবহারকারী কমপক্ষে আট কোটি। টিকটক বলেছে, তারা প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। কিন্তু তারা প্রকৃত সত্যের দিকে মনোযোগ দেয় নি।
বাইটড্যান্সের একজন মুখপাত্র বলেছেন, আমরা তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছি যে, আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমাদের কোম্পানি এবং এর ব্যবহারকারীর সঙ্গে সুষ্ঠু আচরণ করা হয়। তাই নির্বাহী আদেশের বিরুদ্ধে জুডিশিয়াল সিস্টেমের মাধ্যমে আইনগত চ্যালেঞ্জ জানানো ছাড়া কোনো বিকল্প নেই আমাদের হাতে। টিকটক আশা করছে, এই আইনগত চ্যালেঞ্জ এই সপ্তাহেই শুরু হবে। চীনা প্রতিষ্ঠান টেনসেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর বিরুদ্ধে চীনা বংশোদ্ভূত মার্কিনিদের একটি গ্রুপ আলাদা আইনগত ব্যবস্থা নিয়েছে শুক্রবার।
Share this content: