বাংলাদেশরাজনীতিলিড নিউজ

সমাবেশের অনুমতি পেতে আশাবাদী বিএনপি

এবিএনএ : আগামী ২৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এমনই মত প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি উদ্যোগ নেবেন বলে আমাদের জানিয়েছেন। তার রেসপন্স ছিল কোয়াইট পজিটিভ। আমরা আশা করি, অনুমতি পাব।’ এর আগে, জনসভার অনুমতির ব্যাপারে কথা বলতে বেলা ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। বৈঠক শেষ করে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান আরও বলেন, ‘বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। গণতান্ত্রিক পরিবেশ থাকলে আমরা সমাবেশের অনুমতি পাবই। এটা আমাদের বিশ্বাস।’

Share this content:

Related Articles

Back to top button