আমেরিকা

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধানের পদত্যাগ

এ বি এন এ : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন চেয়ারম্যান পল মানাফোর্ট পদত্যাগ করেছেন। নির্বাচনী প্রচারের দায়িত্ব নেওয়ার দু’মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।

ট্রাম্প এক বিবৃতিতে মানাফোর্টের সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছেন। গত জুনে ট্রাম্পের তৎকালীন প্রচার ম্যানেজার কোরে লেওয়ানডোস্কি বরখাস্ত হওয়ার পর দায়িত্ব নিয়েছিলেন মানাফোর্ট। তবে এখনো জানা যায়নি ঠিক কী কারণে তিনি পদত্যাগ করলেন।
৬৭ বছর বয়সী এই নির্বাচন বিশেষজ্ঞ সম্প্রতি রাশিয়ান স্বার্থের সঙ্গে তার সংশ্লিষ্টতা এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সঙ্গে যোগাযোগ থাকার কারণে সমালোচিত হয়েছিলেন।

 

Share this content:

Back to top button