বাংলাদেশরাজনীতিলিড নিউজ

প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না: কাদের

এবিএনএ: তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে না দিতে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ বিরোধী দল বিএনপি বসে নেই। ষড়যন্ত্রমূলক পথে তারা এগিয়ে যাচ্ছে। একেকটি ইস্যু খুঁজছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, তুচ্ছ ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষের হাতে ইস্যু তুলে দেবেন না।

রবিবার দুপুরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আওয়ামী লীগের এক প্রতিনিধি সম্মেলনে কাদের একথা বলেন। সম্মেলনে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলার প্রতিনিধিরা অংশ নেন। কাদের বলেন, ‘ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচারের মতো এত দ্রুতগতিতে কোনও মামলার বিচার এদেশে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও দিক-নির্দেশনায় দ্রুত সময়ে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে।’ ‘যারা অন্যায় করে, তাদের আমরা ছাড় দেই না। এখানে সোনাগাজী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিরও ফাঁসির আদেশ হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের কয়েকজন এমপির বিরুদ্ধে দুদকের নোটিশ রয়েছে। আর কয়েকজন এমপি এরইমধ্যে কারাগারে। দুদকের মামলায় আমাদের এমপি কনভিকটেড হয়েছে।’ ‘দুর্নীতির মামলায় কোনও কোনও সাবেক মন্ত্রীকেও আদালতে হাজিরা দিতে হয়। তাদের আদালতে গিয়ে প্রমাণ করতে হবে তারা নির্দোষ। দল কাউকে ছাড় দেবে না। দুদককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে।’

প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপিসহ প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।

Share this content:

Back to top button