আমেরিকা

ট্রাম্পের ছেলেকে বিদ্রূপ করায় কমেডি লেখিকা বরখাস্ত

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনকে নিয়ে বিদ্রূপ করায় জনপ্রিয় কমেডি শো ‘সাটারডে নাইট লাইভ’-এর চিত্রনাট্য রচনাকারী কেটি রিচকে অনুষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়ার সন্তান ব্যারন ট্রাম্পকে বিদ্রূপ করে টুইট করায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠানটির সম্প্রচারকারী এনবিসি টেলিভিশন অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গত শুক্রবারে রিচ টুইটার লেখেন, ‘ব্যারন হবে আমেরিকার প্রথম হোম-স্কুল শ্যুটার’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হলে রিচ তার পোস্টটি মুছে ফেলেন এবং তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেন। এরপর সোমবার তার অ্যাকাউন্টটি আবার চালু করে আগের টুইটটির জন্য ক্ষমা প্রার্থনা করেন।

তবে আগের মন্তব্য নিয়ে তার একটি ফেসবুক পোস্ট ৩০ লাখের বেশি শেয়ার হয়। পোস্টটি হলো, ‘কোন শিশুর সাথেই এরকম আচরণ প্রত্যাশিত নয়। সে নিতান্তই একজন শিশু। তার প্রতি সম্মান দেখানো উচিৎ’।

এদিকে সাবেক ফার্স্ট চাইল্ড চেলসি ক্লিনটন অবশ্য ব্যারনের পক্ষ নিয়ে একটি টুইটে লেখেন, ‘সব শিশু যে সাধারণ সম্মানটুকু পায় তাদের মতো ব্যারন ট্রাম্পেরও অন্তত সেটুকু পাওয়া উচিৎ’।

এনবিসি টেলিভিশনের অনুষ্ঠানটি সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পকে ব্যঙ্গ করে বেশকিছু শো প্রচার করে। প্রেসিডেন্ট ট্রাম্প এ অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘একদমই ফানি নয়; এটি আরও ভয়ানক’।

Share this content:

Related Articles

Back to top button