কাবুলে কূটনৈতিক এলাকায় বিস্ফোরণে নিহত ৫০

এবিএনএ : আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত অর্ধ-শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানায়।
বুধবার সকালে রাজধানী শহরের জানবাক স্কয়ারে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরুহের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে হতাহত অন্তত ৬৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থল ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরের বাড়িঘরের দরজা-জানালা বিস্ফোরণের জেরে উড়ে গেছে।
এদিকে আফগান পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান দূতাবাসের খুব কাছেই বিস্ফোরণ হয়েছে। এই এলাকায় আরো কয়েকটি দূতাবাস রয়েছে। এছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসস্থানও রয়েছে। কিন্তু ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এখনো কেউ ঘটনার দায় স্বীকার করেনি।
কাবুলের বাসিন্দা ফাতিমা ফাইজি বলেন, বিস্ফোরণের ভয়াবহতা এতো বেশি ছিল যে, আমাদের ঘরের জানালা ভেঙে গেছে। আগে এতো বড় বিস্ফোরণ দেখিনি। ’
Share this content: