আমেরিকা

ট্রাম্পের আয়কর নথি ফাঁস

এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০৫ সালের আয়কর নথি ফাঁস করে দিয়েছে দেশটির টেলিভিশন নেটনওয়ার্ক এমএসএনবিসি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেলিভিশনটির ‘দ্য রেচেলে মাদো শো’তে ট্রাম্পের আয়কর নথি প্রকাশ করা হয়।
আয়কর বিবরণীর ফাঁস হওয়া প্রথম দুই পৃষ্ঠায় দেখা গেছে, ২০০৫ সালে ট্রাম্প ১৫ কোটি ডলার আয় করেন এবং ওই বছর তিনি কোটি ৮০ লাখ আয়কর দেন। এ বিবরণ থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের লোকজন গড়ে মোট উপার্জনের ২৭.৪ শতাংশ আয়কর দিলেও ট্রাম্প দিয়েছেন ২৪ শতাংশ।
ট্রাম্পের নথি ফাঁসের কাজটি করেছেন ডিসিআররিপোর্ট ডট ওআরজি ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক টাইমসের সাবেক রিপোর্টার ডেভিড জনস্টন। ‘মাদোর অনুষ্ঠানে’ জনস্টন বলেন, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মাধ্যমে একটি অজ্ঞাত সূত্র থেকে খামে ভরা ট্রাম্পের আয়কর বিবরণীর দুটি পৃষ্ঠা পেয়েছেন তিনি। এদিকে ট্রাম্পের ফাঁস হওয়া আয়কর বিবরণীর সত্যতা নিশ্চিত করলেও এক বিবৃতিতে ক্ষোভ জানিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, এমএসএনবিসি নিজেদের খবরের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বেপরোয়া হয়ে গেছে।
খবরের জনপ্রিয়তা বাড়াতে আইনের তোয়াক্কা না করে তারা এক দশকের পুরনো আয়কর বিবরণী নথি প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মার্কিন আইন অনুযায়ী দেশটির কোনো নাগরিকের ফেডারেল আয়কর বিবরণী ফাঁস করা দণ্ডনীয় অপরাধ। তবে এমএসএনবিসি বলছে জনস্বার্থে তারা ট্রাম্পের বিবরণী প্রকাশ করেছে। উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা তাদের আয়কর বিবরণী প্রকাশ করে আসছেন। কিন্তু বিবরণী প্রকাশে কোনো আইনগত বাধ্যবাধকতা না থাকায় গত বছর প্রেসিডেন্ট নির্বাচনকালে নিজের আয়ের বিবরণী প্রকাশ করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এতে গুঞ্জন ওঠে ট্রাম্প আয় অনুযায়ী আয়কর দেন না এবং তা গোপন রাখতেই বিবরণী প্রকাশ করেননি তিনি। এখন ২০০৫ সালের আয়কর নথি ফাঁস হওয়ায় আয়ের বিবরণ প্রকাশে ট্রাম্পের উপর চাপ বাড়লো।

Share this content:

Related Articles

Back to top button