
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার স্থানীয় সময় দুপুরে কিমকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরে অবতরণ করে।
মঙ্গলবার সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে ট্রাম্পের সঙ্গে উনের বহুল প্রতীক্ষিত বৈঠকটি হওয়ার কথা। প্রেসিডেন্ট ট্রাম্প জি-সম্মেলন সমাপনীর আগেই কানাডা থেকে রোববার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
শনিবার কানাডার কুইবেকে জি-সেভেন সম্মেলন ছেড়ে বেরিয়ে আসার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সম্মেলনের ফলাফল সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি প্রথম মিনিটের মধ্যেই আমি জেনে যাব। শুধু আমার স্পর্শ, আমার অনুভূতিতে। এটাই আমি করি।’
তিনি বলেন, ‘যদি আমার মনে হয় এটি হবে না, আমি আমার সময় নষ্ট করবো না। আমি তার সময়ও নষ্ট করতে চাই না।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে এয়ার চীনার ৭৪৭ বিমানে করে পিয়ংইয়ং ত্যাগ করেন কিম জং উন। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল এটি বেইজিংয়ের দিকে যাচ্ছে। পরে মধ্য আকাশে ফ্লাইট নম্বর পরিবর্তনের ঘোষণা দেওয়া হয় এবং সিঙ্গাপুরের দিকে যাত্রা করে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণ টুইটারে চাঙ্গি বিমানবন্দরে উনের সঙ্গে তার করমর্দনের একটি ছবি পোস্ট করেছেন। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট লি হসেইনের সঙ্গে উনের বৈঠকের কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Share this content: