আমেরিকা

ট্রাম্পকে বিশ্বাস করি, যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা: মেলানিয়া

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভদ্রলোক দাবি করে তার বিরুদ্ধে আনা যৌন হেনস্তার অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করেছেন তার স্ত্রী মেলানিয়া।

এমনকি সম্প্রতি প্রকাশিত যে ভিডিওতে নারীদের নিয়ে অশোভন মন্তব্য করে ট্রাম্প তোপের মুখে পড়েছেন তার জন্যও স্বামীকে নির্দোষ দাবি করেছেন মেলানিয়া।

তার মতে, ওই ভিডিওতে এনবিসির উপস্থাপক বিলি বুশ ট্রাম্পকে পুরুষালি কৌতুক করতে উস্কে দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র অ্যান্ডারসন কুপারকে দেয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া এসব কথা বলেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। ট্রাম্পের স্ত্রী বলেন, নারীদের নিয়ে ভিডিওচিত্রে ধারণ করা ট্রাম্পের বক্তব্য গ্রহণযোগ্য নয়।  তবে ওই ভিডিওর ট্রাম্প আর তার পরিচিত ট্রাম্পের মধ্যে মিল নেই বলে দাবি মেলানিয়ার।

সম্প্রতি ট্রাম্পের ওই ভিডিওটি প্রকাশিত হয়। এতে দেখা যায়, মার্কিন চ্যানেল এনবিসির উপস্থাপক বিলি বুশের কারণে ট্রাম্প বলেন, নিজের খ্যাতির কারণে তিনি নারীদের সঙ্গে ইচ্ছেমত মিলিত বা জোরপূর্বক জড়িয়ে ধরতে পারেন। ২০০৫ সালে ধারণকৃত ভিডিওটি নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গত ৮ অক্টোবর প্রকাশিত হয়। এরপর বেশ কয়েকজন নারী ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ তোলেন। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সিএনএনের কাছে মেলানিয়া দাবি  করেন ট্রাম্পের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘আমি জানি তিনি নারীদের সম্মান করেন। এরপরও তিনি এসব  অভিযোগ অস্বীকার করছেন কারণ সেগুলো মিথ্যা। তিনি আরও বলেন, আমি আমার স্বামীকে বিশ্বাস করি। আমার স্বামী দয়ালু, তিনি একজন ভদ্রলোক এবং তিনি কখনোই এ ধরনের কাজ করতে পারেন না। ট্রাম্পের স্ত্রীর দাবি, প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার দল ও সংবাদমাধ্যম ট্রাম্পের পেছনে লেগেছে। তার প্রচারকে ব্যাহত করতেই এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button