
এবিএনএ: নিহত সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির প্রেমিকা তথা বাগদত্তা হাতিস চেঙ্গিজকে হোয়াইট হাউজ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার তুরস্কের হাবেরতুর্ক টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে হাতিস চেঙ্গিজ এ কথা জানান। হাতিস চেঙ্গিজ জানান, খাশোগি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ট্রাম্প মোটেই আন্তরিক নন। এ কারণে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তিনি। তিনি বলেন, সৌদি সরকার খাশোগিকে হত্যার পরিকল্পনা করেছে বলে সামান্যতম ধারণা পেলেও তিনি তাকে ওই কনস্যুলেটে যেতে দিতেন না। উল্লেখ্য, বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হন জামাল খাশোগি।এই পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে অন্তত চারবার নিজের অবস্থান পরিবর্তন করে সম্প্রতি সৌদি আরব স্বীকার করেছে, পূর্ব পরিকল্পিতভাবে খাশোগিকে হত্যা করা হয়েছে।
Share this content: